আদর্শ ছেলে -কুসুমকুমারী দাশ

আদর্শ ছেলে

-কুসুমকুমারী দাশ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?

মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন

‘মানুষ হইতে হবে’ – এই যার পণ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান

নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ ?

হাত পা সবারই আছে, মিছে কেন ভয় ?

চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয় ?

সে ছেলে কে চায় বল, কথায় কথায়

আসে যার চোখেজল, মাথা ঘুরে যায় ?

মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,

তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণ।

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে। চলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি— নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *