আমরা আমাদের বাচ্চাদের নিয়ে সবসময় চিন্তিত থাকি। তারা কোথায় যাচ্ছে, কি করছে, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে তো চিন্তার শেষ নেই। চিন্তা থেকে বাঁচতে আমরা আমাদের মোবাইল ফোন বা ট্যাব বাচ্চাদের দিয়ে দেই যাতে তারা এতে ব্যস্ত থাকে। কিন্তু এইখানে সবচেয়ে চিন্তার বিষয় হলো তারা ফোনে কি দেখছে ? তা কি মান সম্মত? তা কি বাচ্চাদের দেখার উপযোগী? এই বিষয়টা হলো সবচেয়ে বেশি চিন্তার। তারা যা দেখে তা ই নিজেদের জীবনে করতে চায়। আর এই কথা চিন্তা করে ই বাচ্চাদের জন্য উপযোগী সকল কন্টেন্ট একসাথে করতে আমাদের এই উদ্দ্যোগ। আশাকরি আমরা আপনাকে পাবো আমাদের পাশে যাতে বাচ্চাদের জন্য একটি সম্পূর্ণ ওয়েবসাইট হয় যেখানে তারা পাবে পড়াশুনা, বিনোদন, পরীক্ষা, সুন্দর জীবন গড়ার একটি গাইডলাইন।
আমাদের সাথে কাজ করতে যোগযোগ করুন আমাদের সাথে। আপনিও হউন একটি ভালো কাজের অংশ।
কি করতে হবে?
যেখানে কোনো কন্টেন্ট দেখবেন বাচ্চাদের উপযোগী আমাদের সেটা ইমেইল করে দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমরা আপনারকে কার্টেসি দিয়ে সেটা আমাদের সাইটে আপডেট করে দিবো।
কাজ তা সহজ হবে না। আমরা জেনেই শুরু টা করেছি। আপনি আমাদের সাহায্য করুন তাহলে আমরা একটি সুন্দর সাইট উপহার দিতে পারবো যা শুধুই বাচ্চাদের জন্য। আমাদের আগামী প্রজন্মের জন্য।